আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার (১৭ মে) থেকে শুরু হয়েছে। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে এবং এর পরের তারিখের টিকিট আজ সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্রি হচ্ছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গত ১৪ মে এই ঘোষণা দেন। তিনি জানান, যাত্রীরা অনলাইন এবং সরাসরি কাউন্টার— উভয় মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রি করবে বলে জানানো হয়েছে।
ভাড়া নিয়ন্ত্রণে কঠোর অবস্থান
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভঙ্কর ঘোষ জানান, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করেই টিকিট বিক্রি করতে হবে। এই বিষয়ে সকল পরিবহন মালিকদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এসি বাসে বিশেষ নজর
গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এবার এ বিষয়ে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। শুভঙ্কর ঘোষ বলেন, “যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন মালিকরা তাদের সেবার মান অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকেন। তবে এবার সিদ্ধান্ত হয়েছে— ভাড়া যেন যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়।”
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন, পরিবহন মালিক এবং যাত্রীদের মধ্যে সমন্বয়ের ওপর জোর দিয়েছেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন নেতারা।
Comments are closed