VTVUS

NEWS24/7

সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তার দুই প্রবাসী ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন। আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে এ সংক্রান্ত নির্দেশ দিয়েছেন ইসলামাবাদের একটি বিশেষ আদালত। একই সঙ্গে ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষা করানোর অনুমতিও দেওয়া হয়েছে।

বুধবার আদালত কারা কর্তৃপক্ষের আপত্তি খারিজ করে এই রায় দেয়। এর আগে কারা কর্তৃপক্ষ আদালতের দেওয়া বিশেষ সুবিধাগুলোর বিরুদ্ধে আপিল করে জানায়, এসব সিদ্ধান্ত অন্যান্য বন্দিদের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সংবিধানের চেতনার বিরোধী।

তবে আদালত জানায়, ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে জানুয়ারির ১০, ২৮ এবং ফেব্রুয়ারির ৩ তারিখে যে আদেশগুলো দেওয়া হয়েছে, সেগুলো প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়েই হয়েছে। কারা কর্তৃপক্ষ যথাযথ কারণ দেখাতে না পারায় তাদের আপিল খারিজ করা হয়।

আদেশে কারা তত্ত্বাবধায়ককে স্পষ্টভাবে বলা হয়েছে, আদালতের দেওয়া নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে। আগামী বুধবার পর্যন্ত মামলার শুনানি মুলতবি রয়েছে।

এর একদিন আগেই ইমরান খানের দুই ছেলে — ২৮ বছর বয়সী সুলেমান খান ও ২৬ বছর বয়সী কাসিম খান — জনসম্মুখে বাবার কারাবন্দিত্ব নিয়ে কথা বলেন। তারা অভিযোগ করেন, বাবার সঙ্গে ফোনে যোগাযোগের সুযোগ খুবই সীমিত এবং সময়ও অনুপযুক্ত। ফোনকল মিস করলেই আবার মাসের পর মাস অপেক্ষা করতে হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলায় ইমরান খান কারাবন্দি রয়েছেন। এছাড়া ২০২৩ সালের ৯ মে’র বিক্ষোভকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Categories:

Tagged:

Comments are closed