কাপড়-চোপড়ের মত এবার ঈদবাজারে তেমন ভিড় নেই প্রসাধনীর দোকানগুলোতেও; শেষ সময়ে এসে বেচাকেনা জমে না ওঠার কথা বলছেন বিক্রেতারা।
বিপণিবিতানের পাশাপাশি সড়কের আশপাশেও বসেছে প্রসাধনীর দোকান। আছেন ভ্রাম্যমাণ বিক্রেতাও। তবে কোথাও ক্রেতাদের ভিড় চোখে পড়েনি।
বিক্রেতারা বলছেন, অন্যান্যবারের তুলনায় এবার বিক্রি প্রায় অর্ধেক। এর কারণ হিসেবে মানুষের অর্থনৈতিক সংকটকে তুলে ধরছেন তারা।
ক্রেতারা বলছেন, প্রসাধনীর দাম আগের মত থাকলেও অনেকের ক্রয়ক্ষমতা কমে গেছে। এ কারণে প্রসাধনী কেনায় লাগাম টানতে হচ্ছে তাদের।
Comments are closed