VTVUS

NEWS24/7

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করা উচিত বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি আরও বলেন, এটি একটি ভুয়া লোক।

মিয়া জাহিদুল ইসলাম আরেফী নামের ওই ব্যক্তির পরিচয় জানা গেছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি ঠিক জানি না। নামটা দেখে সন্দেহ হয়। আমাদের এখানে আঙ্গুর মিয়া, কলা মিয়া – মিয়াটা থাকে শেষে। অন্য একটা দেশে মিয়াটা আগে আসে…. এটি আমাদের নিরাপত্তা বাহিনী চেক করলে ভালো।

রবিবার (২৯ অক্টোবর) ঢাকায় তিনি সাংবাদিকদের বলেন, ‘তাকে গ্রেফতার করা উচিত। একজন বিদেশি নাগরিক যদি সহিংসতার কথা বলে তাকে গ্রেফতার করা উচিত। এটি খুব পরিষ্কার। সে যেই হোক।’

তিনি বলেন, কোন দেশের নাগরিক সেটি জানি না। তবে দেখলাম যে সে বলছে প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা। প্রেসিডেন্ট বাইডেন এত আহাম্মক না যে যাকে তাকে ধরে এনে উপদেষ্টা বানাবে। আমি এটি বিশ্বাস করি না।তিনি বলেন, ‘আমি গতকাল রাতে শোনার পরে আমার অফিসারদের বলেছি বিষয়টি চেক করেন যে সে সত্যি সত্যি আমেরিকার প্রেসিডেন্টের উপদেষ্টা কিনা– যেটি সে দাবি করেছে। আমেরিকার মিশন বলেছে যে তারা ওকে চেনে না। এটি একটি ভুয়া লোক।’

Tagged:

Comments are closed