VTVUS

NEWS24/7

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ এখন জঙ্গি সংগঠনের মতো আচরণ করছে গোপালগঞ্জে দলের নেতাকর্মীদের উপর হামলার পর খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক আখতার হোসেন, শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন,গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়েছে। শত বাধা সত্ত্বেও আমরা সমাবেশ সফল করেছি এবং আমাদের কর্মসূচি চলবে।তিনি হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে আল্টিমেটাম দেন। বলেন,ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। যারা স্বাধীনতার নামে জনগণের অধিকার হরণ করছে, তারা কোনোভাবেই রক্ষা পাবে না।গোপালগঞ্জের ঘটনাস্থল থেকে সন্ধ্যায় সেনা, র‍্যাব ও পুলিশের প্রহরায় খুলনায় পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। খুলনার সার্কিট হাউজ ও বিভিন্ন হোটেলে তারা অবস্থান করছেন বলে নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা এনসিপির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বিকেল ৫টার দিকে সেনা নিরাপত্তায় মোল্লাহাট ব্রিজ পার হন নেতারা। এ সময় খুলনা-গোপালগঞ্জ সড়কে কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়। এর আগে বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে এলাকা। কেন্দ্রীয় নেতারা কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকেন। পরে যৌথ বাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করে খুলনায় আনা হয়।জাতীয় নাগরিক পার্টি জানায়, আন্দোলন থামানো যাবে না। শহীদের রক্তের দামে অর্জিত গণতন্ত্র ফিরিয়ে আনা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়াই তাদের চূড়ান্ত লক্ষ্য।

Categories:

Tagged:

Comments are closed