VTVUS

NEWS24/7

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার করেছে চীন। বেইজিং সফরে থাকা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে এই বার্তা দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত-পাকিস্তান বিরোধ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মীমাংসা হওয়া উচিত। তিনি পাকিস্তানকে ‘আয়রন-ক্ল্যাড বন্ধু’ হিসেবে উল্লেখ করে দুই দেশের মধ্যে সব-মৌসুমী কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার আশ্বাস দেন।

এ সময় ইসহাক দার চীনের পক্ষ থেকে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) ২.০ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে সহযোগিতা জোরদার ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে মত প্রকাশ করে। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও-এর সঙ্গেও আলাদা বৈঠক করেন দার, যেখানে রাজনৈতিক দলীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে একমত হন দুই নেতা।

এই সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন কাশ্মীরের পেহেলগাম হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক সামরিক উত্তেজনা বিরাজ করছে। মে মাসের শুরুতে বিমান হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে ভারত এখনো আগ্রাসী মনোভাব ধরে রেখেছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

চীন সফরে যাওয়ার আগে ইসহাক দার জানান, চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং এ সফরে সব গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে।

Categories:

Tagged:

Comments are closed