মির্জা ফখরুল বলেন, ‘চীন সফর নিঃসন্দেহে বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় সফলতা। কারণ, এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে একতরফাভাবে চীনের সঙ্গে একটা দলের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেছে। তারা এখন সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলছে। চীন যেহেতু একটা সমৃদ্ধিশালী দেশ, অর্থনৈতিক দিক থেকে চীন যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগ অনেক বেশি বৃদ্ধি হতে পারে। তারা আগামী দিনগুলোয় বাংলাদেশে বিনিয়োগে ও উন্নয়নে কমিটিও করেছে। এটা নিশ্চয় আমাদের জন্য আশাবাদের বিষয়।’
চীন সফর নিঃসন্দেহে বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় সফলতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় তাঁর বাসভবনে দলের নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
Comments are closed