মোহাম্মদ শামীম, চিফ নিউজ এডিটর / ভিটিভি ইউএস.কম
আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে যা জানালেন আসিফ নজরুল
আগামী আটই ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হবে। তিনি জানান, সব কমিশনের প্রধানরা মিলে সংস্কারের ক্ষেত্রে আশু, মধ্য ও দীর্ঘমেয়াদে করণীয় নিয়ে একটি সুপারিশমালা তুলে ধরবেন। এরপর রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি ফরেন সার্ভিস একাডেমিতেই ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হবে।এতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চেয়ারম্যান এবং অধ্যাপক আলী রীয়াজ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
মি. নজরুল আরো বলেন, প্রতিবেদন ও সুপারিশ বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে।এরপর রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে,” যোগ করেন আইন উপদেষ্টা।
Comments are closed