VTVUS

NEWS24/7

টোকিওতে অনুষ্ঠিত ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) বাংলাদেশ সরকার জাপানের কাছে আরও সহজ শর্তের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ওডিএ) ঋণ, ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধিসহ বাজেট সহায়তার অনুরোধ জানিয়েছে। বৃহস্পতিবারের এই বৈঠকে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের মধ্যবর্তী সরকারের প্রতি জাপান তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। উভয়পক্ষ রাজনৈতিক আস্থা বৃদ্ধির পাশাপাশি কৌশলগত অংশীদারত্ব অর্জনে একমত হয়েছে।

জাপান জানিয়েছে, এলডিসি স্ট্যাটাস হারালেও বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকবে। একইসঙ্গে ফল ও সবজি রপ্তানি এবং রোহিঙ্গা ইস্যুতে যৌথভাবে কাজের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) ২০২৫ সালের মধ্যেই স্বাক্ষরের বিষয়ে দুই দেশ আশাবাদ ব্যক্ত করেছে। এছাড়া ‘বিগ-বি’ উদ্যোগের আওতায় জাপান বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে আরও জোরালোভাবে কাজ করবে এবং জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে সরবরাহ চেইন স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

 প্রিন্ট

Categories:

Tagged:

Comments are closed