আগামীকাল ১৬ জুলাই, বুধবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়,জুলাই শহীদ দিবস’-এর গুরুত্ব বিবেচনায় ১৬ জুলাই সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এর অংশ হিসেবে: সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান,শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায়: দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনা অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের মাধ্যমে। সরকারি প্রজ্ঞাপনে জনগণকে শহীদদের স্মরণে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং দিবসটির মর্যাদা বজায় রাখতে যথাযথ আচরণ ও কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এবার প্রথমবারের মতো সরকারিভাবে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো।
Comments are closed