রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপের বেশে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এর মাত্র কয়েক দিন আগেই রসিকতা করে ট্রাম্প বলেছিলেন, তিনি ‘পোপ হতে চান।’
ট্রাম্প নিজে ক্যাথলিক খ্রিষ্টান নন। চার্চেও নিয়মিত যান না তিনি। তবে গত মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ভ্যাটিকান সিটিতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গিয়েছিলেন তিনি। ২১ এপ্রিল ভ্যাটিকানে নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে মৃত্যু হয় পোপ ফ্রান্সিসের। ২৬ এপ্রিল তাঁকে সমাহিত করা হয়।
পোপের বেশে নিজের ছবিটি শুক্রবার ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। পরে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টেও সেটি শেয়ার করা হয়। তাতে দেখা যায়, পোপের পোশাকে গম্ভীর মুখে চেয়ারে বসে আছেন ট্রাম্প। উঁচিয়ে আছেন ডান হাতের তর্জনী।
ট্রাম্পের এই ছবি নিয়ে চটেছেন অনেকে। ‘রিপাবলিকান এগেইনস্ট ট্রাম্প’ নামের একটি গ্রুপ ছবিটি শেয়ার করে লিখেছে, এটি ‘ক্যাথলিকদের প্রতি এক নির্লজ্জ অপমান এবং তাঁদের বিশ্বাস নিয়ে উপহাস করা হয়েছে।’ তবে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি।
Comments are closed