VTVUS

NEWS24/7

ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে এবং দেশটি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা জানান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল নিরাপদ ও বৈধ অভিবাসন, মানবপাচার রোধ, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা।

ইতালির মন্ত্রী জানান, দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেপ্টেম্বরের আগেই বাংলাদেশ সফর করতে পারেন। তিনি বলেন, “আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নবায়ন এবং পুনরুজ্জীবিত করতে চাই।”

মাত্তেও বলেন, “ইতালিতে একটি বিশাল বাংলাদেশি কমিউনিটি রয়েছে, যারা তরুণ, পরিশ্রমী এবং ইতালির সমাজে সুন্দরভাবে মিশে গেছে। এমন বাংলাদেশি নাগরিকদের আরও প্রয়োজন আমাদের।” তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক বাংলাদেশি বিপজ্জনকভাবে অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা করছেন, যা একটি গুরুতর সমস্যা।

তিনি জানান, “সমুদ্রপথে অনিয়ন্ত্রিত অভিবাসন ইতালির জন্য একটি চ্যালেঞ্জ। আমরা চাই অভিবাসীরা বৈধ ও নিরাপদ উপায়ে ইতালি আসুক। এজন্য আমরা বাংলাদেশের সঙ্গে একটি নতুন সহযোগিতার নীতি চালু করতে চাই।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশও অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে ইতালির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, “ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত কৃতজ্ঞ এবং তারা সম্মান পেয়ে সেখানকার সমাজে সুন্দরভাবে মিশে গেছে।”

তিনি আরও বলেন, কিছু আন্তর্জাতিক চক্র বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপে যাওয়ার লোভ দেখায়, যারা মূলত সমস্যার উৎস। “এই প্রক্রিয়ায় প্রকৃত ভুক্তভোগী হন অভিবাসীরা, মানবপাচারকারীরা নয়,”— বলেন অধ্যাপক ইউনূস।

তিনি গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের প্রসঙ্গ তুলে ধরে বলেন, দুই দেশ অভিবাসন ইস্যুতে সম্মিলিতভাবে কাজ করবে।

Categories:

Tagged:

Comments are closed