বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসা মেহেদী হাসান মিরাজ বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তার উপরে রয়েছেন কেবল ভারতের রবীন্দ্র জাদেজা।
২৭ বছর বয়সী এই অলরাউন্ডার এবার পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা মার্কো জানসেনকে। মিরাজের এখন রেটিং পয়েন্ট ৩২৭, যা শীর্ষে থাকা জাদেজার (৪০০) চেয়ে মাত্র ৭৩ কম। তালিকায় পঞ্চম স্থানে আছেন বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান।
সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সই মিরাজকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে পাঁচটি করে উইকেট নেওয়ার পর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে বল ও ব্যাট হাতে দারুণ নৈপুণ্যে বাংলাদেশকে সিরিজে সমতায় ফেরান তিনি।
এছাড়া ব্যাটসম্যানদের তালিকাতেও ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন মিরাজ। সর্বশেষ হালনাগাদে ৮ ধাপ এগিয়ে তিনি এখন রয়েছেন ৫৫তম স্থানে, যা তার আগের সেরা অবস্থান ৬০তম স্থানকে ছাপিয়ে গেছে।
জাতীয় দলের এই অলরাউন্ডারের ধারাবাহিক উত্থান ক্রিকেট বিশ্লেষকদের মতে বাংলাদেশের টেস্ট দলের জন্য এক বড় আশাবাদ। মিরাজের ফর্ম ধরে রাখা বাংলাদেশের ভবিষ্যৎ টেস্ট সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে।
Comments are closed