VTVUS

NEWS24/7

মোহাম্মদ শামীম, চিফ নিউজ এডিটর / ভিটিভি ইউএস.কম

আপডেট: বুধবার (৫ ফেব্রুয়ারি) ২০২৫

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা করেছে একদল বিক্ষুব্ধ মানুষ। তারা ‘ভাঙা’ বাড়িতেই লাঠি সোটা নিয়ে হামলা করেছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা।

বাড়ির ভেতরের প্রবেশ করে একদল বিক্ষোভকারী ভাঙচুর চালায়। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর ছাত্র সমাজের উদ্দেশে শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা জানানো হয় গতকাল। এর তীব্র সমালোচনা করতে দেখা যায় অভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন মহলের পক্ষ থেকে।

অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয় ঠিক যে সময়ে শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন, তখনই ধানমন্ডি ৩২ নম্বরে ভবনে ভাঙচুর চালানো হবে। তবে তার আগেই ভাঙচুর শুরু হয় সেখানে।

বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।”এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানমন্ডি ৩২ নাম্বার অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচি দিয়ে প্রচারণাও চালানো হয় বিভিন্ন আইডি থেকে।

‘বঙ্গবন্ধু জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হয়ে আসা বাড়িটি পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরপরই জনরোষের শিকার হয়। সেদিনই সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। 

শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কর্মসূচি গভীর রাত অবধি চলছে। ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ নামের এই কর্মসূচিতে ক্রেন-বুলডোজার-এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাড়ি।

বুধবার ০৫ ফেব্রুয়ারি, দিবাগত রাত ১১টার দিকে ৩২ নম্বরের বাড়িটিতে ক্রেন ও এক্সকাভেটর এনে ভাঙার কাজ শুরু করে একদল বিক্ষুব্ধ মানুষ। শেষ খবর পাওবা অবধি রাত ২টার পর্যন্ত বাড়িটি ভাঙার কাজ চলছে।এর আগে রাত ৮টার দিকে একদল বিক্ষুব্ধ মানুষ নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। সেখানে সমবেত হয়ে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাড়িতে। এরপর রাত ১০টা ৫৫ মিনিটে ক্রেন নিয়ে আসা হয় এবং ১১টা ১০ মিনিটে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। রাত ১১টা ৩৫ মিনিটে নিয়ে আসা হয় একটি এক্সকাভেটর।

ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরের বাড়ি অভিমুখে ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেয়। সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার আগে থেকেই ছাত্র-জনতার খণ্ড খণ্ড মিছিল ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। রাত ৮টার পরে ছাত্র-জনতা একপর্যায়ে সেখানে দরজা ভেঙে বঙ্গবন্ধু ভবনে ঢুকে পড়ে। তাদের অনেকে ভাঙচুর চালানো শুরু করে। অনেককে দরজা-জানালা খুলে ফেলতে দেখা যায়। জানালার কাচ ভেঙে ফেলা হয়। অনেককে ভবনের ইট খুলে নিতেও দেখা যায়। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে আগুন দেয়।

ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত এ বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়। বুধবার ৫ ফেব্রুয়ারি, অভ্যুত্থানের ছয় মাস পূর্ণ হয়। এদিন রাত ৯টায়  ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এই ঘোষণাকে কেন্দ্র করে বুধবার দিনভর সামাজিক যোগাযোগমাধ্যম ছিল সরগরম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা ও অনলাইন অ্যাকটিভিস্টরা ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন। তারা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেবেন বলে ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার কাজ গভীর রাতেও চলছে।

ভিটিভি ইউএস.কম

Tagged:

Comments are closed