VTVUS

NEWS24/7

মোহাম্মদ শামীম, চিফ নিউজ এডিটর / ভিটিভি ইউএস.কম

আপডেট: বুধবার (৫ ফেব্রুয়ারি) ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে পুনর্গঠনের জন্য গাজা উপত্যকার ‘দখল’ নিতে পারে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে গাজাবাসীকে অন্যত্র পুনর্বাসন করা হবে।ডোনাল্ড ট্রাম্প গাজাকে একটি ধ্বংসস্তূপ হিসেবে বর্ণনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে উন্নয়নমূলক কিছু কাজ করতে পারে। অর্থাৎ অবিস্ফোরিত বোমা অপসারণ, গাজা পুনর্গঠন এবং সেখানকার অর্থনীতিকে পুনরায় সচল করা।

মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তার এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। ফিলিস্তিনের গাজা উপত্যকা “অনেক দশক ধরে মৃত্যু ও ধ্বংসের প্রতীক” হয়ে আছে উল্লেখ করে তিনি এই অঞ্চলটিকে ‘দুর্ভাগা’ হিসাবেও অভিহিত করেছেন।তিনি বলেছেন, আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না। তাতে ইতিহাসের পুনরাবৃত্তি হবে।

ট্রাম্প বলেছেন, গাজার মানুষ “একটি দুর্বিষহ জীবন” যাপন করেছে এবং তাদের চলে যাওয়া উচিত। তিনি আরও বলেছেন, তাদের পুনর্বাসনের জন্য ওই অঞ্চলটির ধনী দেশগুলোর এখন আর্থিক সহায়তা করা উচিত যাতে তারা “সুখ-শান্তিতে বসবাস করতে পারে।”তিনি এটাও দাবি করেছেন, গাজার ১৮ লাখ মানুষ সেখানে থাকতে চায় না। বরং, অন্য দেশে চলে যেতে চায় তারা।যদি তারা চলে যায়, “তাহলে তাদের ওপর আর গুলি চালানো হবে না” বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে ফিলিস্তিনিরা কেবল গাজায় ফিরতে চায়, কারণ “তাদের আর কোনো বিকল্প নেই।”

Tagged:

Comments are closed