বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্ব ও প্রতিনিধিত্বের নতুন দ্বার উন্মুক্ত করতে ঢাকায় শুরু হয়েছে ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’। মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান ঢাকায় এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম।
উদ্বোধনী আয়োজনে জানানো হয়, ১৮-২৬ বছর বয়সী, অবিবাহিত, সুনাগরিক, পরিবেশ সচেতন ও বৈশ্বিক সংস্কৃতিতে অভ্যস্ত নারীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১৭ জুলাই থেকে ওয়েবসাইটে আবেদন করা যাবে। প্রাথমিক বাছাই শেষে ২৬ সেপ্টেম্বর ঢাকার লে মেরিডিয়ানে অডিশন অনুষ্ঠিত হবে।
প্লাস্টিক ও বর্জ্য থেকে নতুন কিছু তৈরির চ্যালেঞ্জ
প্রার্থীদের জন্য বিশেষ চ্যালেঞ্জ থাকছে-প্লাস্টিক ও বর্জ্য পদার্থ দিয়ে নতুন কিছু তৈরি করে অনুপ্রেরণার গল্প বলা। এখান থেকে বাছাই হওয়া ২০ জনকে এক মাসের ফেলোশিপে প্রশিক্ষণ দেওয়া হবে।
ফেলোশিপের আওতায়: পেজেন্ট ট্রেনিং, অ্যাডভোকেসি স্পিচ, উদ্যোক্তা শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্য, ফিটনেস ট্রেনিং।
চূড়ান্ত বিজয়ী ‘মিস বাংলাদেশ-আর্থ’ হিসেবে ২৫তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফিলিপাইনে।
নেতৃত্ব, কূটনীতি, জলবায়ু অ্যাডভোকেসির প্ল্যাটফর্ম
মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম শুধু সৌন্দর্য প্রতিযোগিতা নয়; এটি নেতৃত্ব, জলবায়ু কূটনীতি ও অ্যাডভোকেসির প্ল্যাটফর্ম। এবারের আয়োজনের মূল ফোকাস—জলবায়ু পরিবর্তন মোকাবিলা (এসডিজি ১৩), লিঙ্গ সমতা (এসডিজি ৫) এবং বৈশ্বিক অংশীদারিত্ব (এসডিজি ১৭)।
মেঘনা আলম বলেন, “এই ফোরাম নীরবতা, কলঙ্ক ও বাধার জবাব। আমরা বাংলাদেশকে বিশ্বমঞ্চে সম্মান ও অংশীদারিত্বের মর্যাদায় দেখতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মিস বাংলাদেশ ফাউন্ডেশনের এসডিজি কো-অর্ডিনেটর ডা. তাসিন আফরিন ডায়ানা, আন্তর্জাতিক আইন উপদেষ্টা তাহরিন জেরিন, হারনেট টিভির সিইও আলিশা প্রধাণ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাসরিন সিরাজ অ্যানি (পিএইচডি), লে মেরিডিয়েন ঢাকার জিএম কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল, কিংবদন্তি সংগীতশিল্পী মেহরিন, চল পড়ি-এর সহ-প্রতিষ্ঠাতা ক্যাটেরিনা ডন।
বাংলাদেশের নারীরা এবার শুধু সৌন্দর্য নয়, নেতৃত্ব, কূটনীতি ও বৈশ্বিক পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবেন—এই প্রত্যাশায় এগোচ্ছে মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫।
Comments are closed