যশোর জেলার অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি এলাকায় সংঘর্ষের জেরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ২২ মে ২০২৫ সংঘটিত ওই ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরবাড়িতে অগ্নিসংযোগ করলে পরিবারগুলো চরম দুর্দশায় পড়ে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুরবস্থা লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী মেরামত ও পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। একই সঙ্গে প্রয়োজনীয় আসবাবপত্রও সরবরাহের ব্যবস্থা নেয়। ইতোমধ্যে ১২ জুলাই কাজ সম্পন্ন করা হয়।
আজ ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নবনির্মিত ঘরবাড়ি ও আসবাবপত্র হস্তান্তর করেন।
এই মানবিক পদক্ষেপে সেনাবাহিনী প্রশংসিত হয়েছে সর্বমহলে। স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এ উদ্যোগ তাদের নতুন জীবন শুরু করার সাহস জুগিয়েছে।
বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী ও প্রশাসন তৎপর রয়েছে।
Comments are closed