যুক্তরাষ্ট্র ও কানাডায় ঈদুল ফিতরের তারিখ জানা গেছে। উত্তর আমেরিকার দেশ দুটিতে মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র রমজান মাসের শেষ দিন। সেই হিসেবে এ দেশ দুটি ঈদুল ফি কানাডার মুসলিমদের সংগঠন মুসলিম অ্যাসোসিয়েশন অব কানাডা জানিয়েছে, কানাডার মুসলিমরা ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। বুধবার (১০ এপ্রিল) ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এরই মধ্যে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, বাহরাইন ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন।এই দেশগুলোতে মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র রমজান মাসের শেষদিন তথা শেষ রোজা। এসব দেশে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। এ বছর বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। আগামী ১০ এপ্রিল (বুধবার) ঈদ উদযাপন করবেন অস্ট্রেলিয়ার বাসিন্দারা।
Comments are closed