VTVUS

NEWS24/7

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তুরস্কে চলমান শান্তি আলোচনা যদি ব্যর্থ হয়, তবে রাশিয়ার বিরুদ্ধে বিশেষ করে জ্বালানি ও ব্যাংক খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

আলবেনিয়ার রাজধানী তিরানায় ইউরোপীয় নেতাদের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে জেলেনস্কি বলেন, “এই যুদ্ধ থামানোর একটি বাস্তব সুযোগ আমাদের সামনে ছিল, যদি না পুতিন তুরস্কে আসতে ভয় পেতেন।”

তুরস্কের ইস্তান্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হলেও উভয় দেশের প্রেসিডেন্ট অংশ নিচ্ছেন না। ফলে আলোচনায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশ্লেষকরা।

জেলেনস্কি বলেন, “আমি পুতিনের সঙ্গে আঙ্কারা কিংবা ইস্তান্বুলে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত ছিলাম। শুধু সাক্ষাৎ নয়, শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু তিনি কোনো প্রস্তাবেই সম্মত হননি।”

তিনি আরও বলেন, “যদি রাশিয়ার প্রতিনিধিরা কেবল নাটক করতে আসে, তাহলে এটাই প্রমাণ করবে—পুতিন আসলে কূটনীতিকে ধ্বংস করতে চান।”

ইউক্রেনীয় প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যুদ্ধ বন্ধে প্রথম ও প্রধান অগ্রাধিকার হলো “পূর্ণাঙ্গ, নিঃশর্ত ও আন্তরিক যুদ্ধবিরতি”, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা দরকার, যেন নিরীহ মানুষের প্রাণহানি বন্ধ হয়।

তবে রাশিয়ার পক্ষ থেকে জেলেনস্কিকে ‘জোকার ও ব্যর্থ’ রাজনীতিক বলেও আক্রমণ করা হয়েছে বলে অন্য এক প্রতিবেদনে জানা গেছে। শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

Categories:

Tagged:

Comments are closed