VTVUS

NEWS24/7

রবিবার(১৪ এপ্রিল)এসেছে বাংলা নতুন বছর ১৪৩১। ভোরের আলো ফুটতেই রাজধানীর রমনার বটমূলে বাঁশির সুরে নতুন বছরকে স্বাগত জানান ছায়ানটের শিল্পীরা। পরে গান, কবিতায় মুখরিত হয় বটমূলমঞ্চ।এদিকে সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা।

রবিবার সকাল থেকে শাহবাগ ও চারুকলা ঘুরে দেখা গেছে, মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য বাঙালিয়ানা সাজে হাজারো উৎসবপ্রেমী মানুষ শাহবাগ থেকে চারুকলা পর্যন্ত সড়কে অবস্থান করছেন। এসেছেন দেশের বাইরের কিছু উৎসবপ্রেমী মানুষও।শাহবাগ, ঢাকা ক্লাব ও শিশু পার্কের সামনে থেকে ইউটার্ন নিয়ে ৯টা ৫০ মিনিটে টিএসসিতে এসে শোভাযাত্রা শেষ হয়। এছাড়া রাজধানীর শিশু পার্কের সামনে বর্ষবরণের আয়োজন করে ঋষিজ শিল্পগোষ্ঠী। আজ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে সারা দেশ।

Categories:

Tagged:

Comments are closed