রাজবাড়ী: শুক্রবার (২৮ জুন) জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি বিক্রি হয় ৩৮ হাজার ৪৮০ টাকায়।
সকাল সাড়ে ৭টার দিকে ফেরি ঘাটের অদূরে কুশিরহাটা এলাকায় রাম হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে দৌলতদিয়া ফেরি ঘাটের মোহন মণ্ডলের আড়তে প্রকাশ্য নিলামে প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা দরে মোট ৩৮ হাজার ৪৮০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।মো. শাহজাহান শেখ জানান, প্রতি কেজি ৫০ টাকা লাভে মাছটি বিক্রয় করার উদ্দেশ্যে নদীতে দড়ি দিয়ে বেধে রাখা হয়েছে। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় মাছ আটকা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।
Comments are closed