মোহাম্মদ শামীম, চিফ নিউজ এডিটর / ভিটিভি ইউএস.কম
আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫
শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্ণ হচ্ছে বুধবার, সামাজিক মাধ্যমে অনুষ্ঠানের ঘোষণা আওয়ামী লীগেরও
ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাস পূর্ণ হচ্ছে বুধবার। বৃহস্পতিবার আওয়ামী লীগের অফিসিয়াল পেইজের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। এর আগেরদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আরেকটি ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে তার।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পরে আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয়েছে, ছয়ই ফেব্রুয়ারি রাত ৯টায় ‘দায়মুক্তি’ শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা।
মঙ্গলবার রাতে ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়েছে পাঁচই ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
উল্লেখ্য, গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে শেখ হাসিনা প্রথমদিকে বেশ কিছুদিন নীরব থাকলেও পরবর্তীতে বিভিন্ন জায়গার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল যোগাযোগ রাখতে দেখা গেছে তাকে।
Comments are closed