রাজধানীর শাহবাগে আগুনে ফুলের আটটি টিনশেড দোকান পুড়ে গেছে। সেই আগুন শনিবার রাত ১১টা ২০ মিনিটে পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁদের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়। খবর পেয়ে পলাশী ও সিদ্দিকবাজার স্টেশন থেকে পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জেলার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে তাঁরা ধারণা করছেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বেলুন ফোলানোর হিলিয়াম অথবা হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার ছিল। তাই সাবধানতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে। তবে কোনোরকমের বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
Comments are closed