চার মাস পরে সোমবার (০৫ মে) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন। খালেদা জিয়া সোমবার সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তারপর সেখান থেকে ঢাকায় আসবেন তিনি।
তার অবতরণের বিষয়টি শনিবার (০৩ মে) এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক এবং তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ কামাল উদ্দিন।
কামাল উদ্দিন জানান, আগামী ৫ মে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সকাল ৯ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন। সঙ্গে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (০২ মে) গণমাধ্যমকে বলেন, ইনশাল্লাহ ম্যাডাম (খালেদা জিয়া) আগামী ৫ তারিখ সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি যে, সাথে উনার দুই বউ‘মা (তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান) আসার কথা রয়েছে।
Comments are closed