VTVUS

NEWS24/7

শীতকালীন সবজির মৌসুম শেষ হতেই অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার। চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালীন সবজির সরবরাহ না থাকায় প্রায় প্রতি সপ্তাহেই বাড়ছে দাম। এরই মধ্যে অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে মুরগির বাজার।

শুক্রবার (২ মে) রাজধানীর কারওয়ান বাজার, খিলক্ষেত বাজার, নয়াবাজার ও যাত্রাবাড়ীসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। হাতে গোনা দুই-একটি ছাড়া বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৬০ টাকার ওপরে। ব্যবসায়ীদের দাবি, বাজারে এখনো পর্যাপ্ত পরিমাণে গ্রীষ্মকালীন সবজি না আসায় দাম বেড়েছে। 

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রসুল বলেন, বাজারে সবে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। এখনো পুরোদমে আসা শুরু করেনি। তাই কয়েকটি সবজির দাম চড়া। সবজির সরবরাহ বাড়লে দাম এমনিতেই কমে যাবে।

বাজারে মানভেদে প্রতি কেজি করলা ৬০ টাকা, বেগুন ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, কহি বা চিচিংগা ৬০ টাকা, কচুর লতি ৭০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা, ঝিঙে ৭০ টাকা ও টমেটো ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৭০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৫০ টাকা, পটোল ৫০-৬০ টাকা ও সজনে ডাটা ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে প্রতি পিস চালকুমড়া ৪০ টাকা ও লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৪০-৬০ টাকা। 

খিলক্ষেতের সবজি বিক্রেতা আনিস বলেন, প্রতিবছর এই সময়ে দাম বাড়ে পেঁপের। সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে পেঁপে বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

ফিরোজ নামে এক ক্রেতার দাবি, গরমকে পুঁজি করে শাক-সবজিসহ অন্যান্য পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। যাতে পকেট কাটছে ভোক্তার। মনে হচ্ছে যেন ফের সিন্ডিকেটের কবলে পড়েছে কাঁচা বাজার। সরকারের সুদৃষ্টি কামনা করছি।

জেসমিন নামে এক ক্রেতা বলেন, সব জিনিসের দাম বাড়তি, চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই।

Categories:

Tagged:

Comments are closed