মহামারির থমকে যাওয়া পৃথিবীর মধ্যে শুটিং শুরু হয়েছিল, পাঁচ বছর আগে। সেই ব্যতিক্রম সময়ের সাক্ষী হয়ে আজ (১৬ মে) মুক্তি পেল সিনেমা ‘জয়া আর শারমিন’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। তার সঙ্গে আছেন মহসিনা আক্তার।
পরিচালক পিপলু আর খান জানান, সিনেমাটি মূলত কোভিড-১৯ সময় আটকে পড়া দুই নারীর সম্পর্কের ওঠানামা নিয়ে। বন্ধুত্ব, ভয়, সাহস আর বিচ্ছেদের আবেগে তৈরি হয়েছে এক মানবিক গল্প।
জয়া আহসান বলেন, “এটা দুজন নারীর না বলা কথার সিনেমা। আমাদের ভেতরের অনুভূতির একটা দলিল। অদ্ভুত এক সময়ে অদ্ভুত অভিজ্ঞতায় তৈরি এই সিনেমা দর্শকের মন ছুঁয়ে যাবে বলে আশা করি।”
করোনাকালীন সীমিত ইউনিট ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেই মাত্র ১৫ দিনে শুটিং শেষ হয়। অভিনয়ে আরও আছেন তানজিম সাইয়ারা তটিনী।
কাহিনি ও চিত্রনাট্যে ছিলেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনা করেছেন পিপলু আর খান ও জয়া আহসান নিজেই।
আজ থেকে ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে। সিনেমাপ্রেমীদের জন্য এটি হতে পারে এক বিশেষ অনুভবের অভিজ্ঞতা।
Comments are closed