যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘দ্বিপাক্ষিক পারস্পরিক শুল্ক চুক্তি’ (Agreement on Reciprocal Tariff) চূড়ান্ত করার লক্ষ্যে বাংলাদেশ আলোচনা অব্যাহত রেখেছে। সর্বশেষ পর্বের আলোচনা বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন ইউএস অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেনডান লিঞ্চ।
আলোচনার পর ড. খলিলুর রহমান বলেন, আমরা যুক্তরাষ্ট্র দলের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি। উভয় পক্ষই চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থায় (UNCTAD) সাবেক বাণিজ্য নীতিবিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ড. খলিল আরও জানান, আলোচনা প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে এবং পারস্পরিক স্বার্থে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই চুক্তি করার লক্ষ্যে কাজ চলছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তির ফলে উভয় দেশের পণ্যে শুল্ক সুবিধা এবং বাজারে প্রবেশাধিকার সহজতর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
Comments are closed