বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যেসব অবকাঠামোগত সুবিধা প্রদান করে, ভুটান সেগুলোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
বুধবার ঢাকার স্টেট গেস্ট হাউজ যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। এ সময় নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত ডাশো কার্মা হ্যামু দর্জি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রদূত ডাশো দর্জি ভুটানের প্রধানমন্ত্রী পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন।
সাক্ষাতে তিনি বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও বিশেষ করে চিকিৎসা শিক্ষায় সহযোগিতা এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার আগ্রহের কথা জানান।
প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ‘জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক’-এর ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, দুই দেশের যুব সমাজের পারস্পরিক সফর ও সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে।
এসময় তিনি বাংলাদেশের পক্ষ থেকে সার্কের মূল চেতনা ধরে রাখার এবং তা এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তাঁর মেয়াদকালে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Comments are closed