VTVUS

NEWS24/7

Edit with KubioSwitch to draftPreviewUpda

ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা আমির শেখকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করেছে বিএসএফ। বুধবার তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে পশ্চিমবঙ্গের ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’।

আমির শেখকে দুমাসেরও বেশি সময় আগে রাজস্থান থেকে আটক করে সেখানকার পুলিশ। তারপরে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। পরে বিজিবির হাতে আটক হয়ে তিনি জেলে ছিলেন বলে তার পরিবার জানায়।

পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের নেতা আসিফ ফারুক বলছেন, প্রথম মাসদুয়েক তার কোনো খবরই পরিবার পায়নি। একদিন হঠাৎ করেই ইমো কলে আমির শেখ জানায় যে রাজস্থান পুলিশ তাকে মারধর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।

কলকাতা হাইকোর্টে তার পরিবার হিবিয়াস কর্পাস পিটিশন দাখিল করে। তারপরেই তাকে ফেরত আনা হলো বুধবার।

হেবিয়াস কর্পাস পিটিশন হলো কোনো ব্যক্তির খোঁজ না পেলে তাকে সশরীরে আদালতে হাজির করানোর দাবি জানিয়ে আবেদন।

তবে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যন সামিরুল ইসলাম বলছেন, আমির শেখকে ফেরত আনা হলেও তাকে বাংলাদেশে ঠেলে পাঠানোর বিষয়টি অস্বীকার করছে বিএসএফ।

তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিএসএফ দাবি করেছে যে আমির শেখ নাকি নিজেই ভুল করে বাংলাদেশে চলে যায়।



Open document settingsOpen publish panel

  • Post

Edit Post

Edit with KubioSwitch to draftPreviewUpdate

বাংলাদেশে ‘পুশইন’ করা আমির শেখকে ভারতে ফেরত

ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা আমির শেখকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করেছে বিএসএফ। বুধবার তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে পশ্চিমবঙ্গের ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’।

আমির শেখকে দুমাসেরও বেশি সময় আগে রাজস্থান থেকে আটক করে সেখানকার পুলিশ। তারপরে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। পরে বিজিবির হাতে আটক হয়ে তিনি জেলে ছিলেন বলে তার পরিবার জানায়।

পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের নেতা আসিফ ফারুক বলছেন, প্রথম মাসদুয়েক তার কোনো খবরই পরিবার পায়নি। একদিন হঠাৎ করেই ইমো কলে আমির শেখ জানায় যে রাজস্থান পুলিশ তাকে মারধর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।

কলকাতা হাইকোর্টে তার পরিবার হিবিয়াস কর্পাস পিটিশন দাখিল করে। তারপরেই তাকে ফেরত আনা হলো বুধবার।

হেবিয়াস কর্পাস পিটিশন হলো কোনো ব্যক্তির খোঁজ না পেলে তাকে সশরীরে আদালতে হাজির করানোর দাবি জানিয়ে আবেদন।

তবে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যন সামিরুল ইসলাম বলছেন, আমির শেখকে ফেরত আনা হলেও তাকে বাংলাদেশে ঠেলে পাঠানোর বিষয়টি অস্বীকার করছে বিএসএফ।

তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিএসএফ দাবি করেছে যে আমির শেখ নাকি নিজেই ভুল করে বাংলাদেশে চলে যায়।



Open document settingsOpen publish panel

  • Post

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিশেষ সভা অনুষ্ঠিত: গঠনতন্ত্র অনুমোদন, ৩২ ডিসিপ্লিনের অলিম্পিক কমপ্লেক্স ও নৌকাবাইচের সিদ্ধান্ত

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিওএ সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

সভায় বিওএ-এর খসড়া গঠনতন্ত্র অনুমোদিত হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মতামতের জন্য শিগগিরই তা প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্সে ৩২টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন পায়। এতে দেশের ক্রীড়াঙ্গনে বহুমাত্রিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আগামী আগস্ট মাসের শেষার্ধে সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার বাঘাবাড়ি ইউনিয়নের করতোয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্তও সভায় নেয়া হয়। এই আয়োজন দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা করেন।

Categories:

Tagged:

Comments are closed