সাংগঠনিকভাবে কোনো কর্মসূচি নেওয়ার সুযোগ নেই দলটির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার।
১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এ বছর তার মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো কর্মসূচি পালন করবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
এমন পরিস্থিতিতে এবার ১৫ আগস্টে দলের নেতাকর্মীদের ঝুঁকি নিয়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানানোর সম্ভাবনা নেই বলে জানা গেছে। তবে আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক ভিডিও বার্তায় ৩২ নম্বরের বাড়িতে গিয়ে সবাইকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন।
সজীব ওয়াজেদ জয় বলেছেন, “সব বাঙালির কাছে আমার আহ্বান আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আগামীকাল সেই ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন, সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি জ্বালাবেন। ৩২ নম্বর একটি বাড়ি, সেই বাড়ি আর নেই, তবে ৩২ নম্বর ঠিকানাটি আছে, মাটি এখনো আছে। আর মাটি কোনোদিন, চেতনা কোনোদিন মুছে ফেলা যায় না। বাংলাদেশের মাটি থেকে একাত্তরের ইতিহাস মুছে ফেলা যাবে না, বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না। ”
অন্যদিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৫ আগস্ট উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছরের ১৫ আগস্টে আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে আহ্বান জানানো হয়েছিল সারা দেশ থেকে নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে আসার। শেখ হাসিনা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে নির্দেশ দিয়েছিলেন। দলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তাতে সাড়া মেলেনি। দলীয় প্রধানের আহ্বান সত্ত্বেও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল না ৩২ নম্বরে।
সেদিন আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে ৩২ নম্বর এবং দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র-জনতা অবস্থান নেয়। ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের তৎপরতা প্রতিহত করতে ‘রেজিস্ট্যান্স উইক’ পালন করে ছাত্র-জনতা। ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বরের আশেপাশে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থী ও কয়েকটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। সকালে ৩২ নম্বরে যাওয়া ব্যক্তিরা হামলা ও হেনস্তার শিকার হন। ওই দিন সকালে কেউ কেউ নিজ উদ্যোগে ৩২ নম্বরে যাওয়ার চেষ্টা করলে তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। কয়েকজন মারধরেরও শিকার হন।
Comments are closed