ভারতের বিহার রাজ্যে আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘মেনস্ এশিয়া কাপ ২০২৫’ হকি প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। এই উপলক্ষে রবিবার (২৪ আগস্ট) ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
বাংলাদেশসহ এশিয়ার মোট ৮টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ লড়বে মালয়েশিয়া, কোরিয়া এবং চাইনিজ তাইপের বিপক্ষে। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, জাপান, চীন এবং কাজাখস্তান।
বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য গত ৯ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়, যা যুব বিশ্বকাপের প্রশিক্ষণের সাথেই চলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, “শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুন্ন রেখে খেলতে হবে। আমি বিশ্বাস করি, জাতীয় হকি দল এ টুর্নামেন্টে ভালো ফলাফল অর্জন করবে।”
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments are closed