মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসা আবেদনে নতুন করে এক লাখ ডলারের আবেদন ফি চালু করেছেন। শুক্রবার হোয়াইট হাউসে নির্বাহী আদেশে স্বাক্ষর করে তিনি জানান, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের অতিরিক্ত ব্যবহার রোধ করা হবে।
ট্রাম্প বলেন, “আমাদের দুর্দান্ত কর্মী প্রয়োজন। আর এই পদক্ষেপ নিশ্চিত করবে যে কেবলমাত্র সেরা কর্মীরাই এখানে সুযোগ পাবে।”
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান যদি বিদেশি বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দিতে চায় তবে প্রতি বছর প্রতিটি এইচ-১বি ভিসার জন্য ১ লাখ ডলার ফি দিতে হবে। এ নীতির ফলে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি চাপে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
এছাড়া আলাদা এক ঘোষণায় ট্রাম্প প্রশাসন নতুন একটি ‘গোল্ড কার্ড’ অভিবাসন পথ চালুর নির্দেশ দিয়েছেন। এর আওতায় কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা দ্রুত পেতে চাইলে সরকারকে দিতে হবে এক মিলিয়ন ডলার। আবার কোনো প্রতিষ্ঠান যদি বিদেশি কর্মীকে দ্রুত ভিসা করাতে চায় তবে তাদের দিতে হবে দুই মিলিয়ন ডলার।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও গবেষণা খাতে প্রতিকূল প্রভাব ফেলতে পারে। বিশেষত ভারতসহ যেসব দেশ থেকে বিপুলসংখ্যক দক্ষ জনশক্তি এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন, তাদের জন্য বিষয়টি বড় ধরনের ধাক্কা হতে পারে।
তবে হোয়াইট হাউসের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকানদের জন্য চাকরির সুযোগ আরও বাড়বে এবং একই সঙ্গে দেশটিতে উচ্চ দক্ষ বিদেশি পেশাজীবীদের জন্য একটি নতুন ‘প্রিমিয়াম’ পথ তৈরি হবে।
Comments are closed