VTVUS

NEWS24/7

ঢাকা: (৭ এপ্রিল) বান্দরবানে অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান সমন্বয়ক চেওসিম বমকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।রোববার (৭ এপ্রিল) ভোরে তাকে তার বাসায় থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ এর অধিনায়ক  লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে র‌্যাব সূত্র চেওসিম বমসহ দুজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল।চেওসিম বমকে গ্রেপ্তারের বিষয়ে বিকেল ৩টায় বান্দরবান র‌্যাব কার্যালয়ে ব্রিফিং করবে সংস্থাটি।র‌্যাব বলছে, রুয়াছড়ি উপজেলায় জুরভাং পাড়া, খামতাং পাড়া, পাইনক্ষিয়াং পাড়া এবং রৌনিন পাড়া এলাকাগুলো সশস্ত্র কেএনএফ সদস্যদের নেতৃত্ব দেন রোয়ান লিন বম। অন্যদিকে বম জঙ্গি নেতা নাথান বমের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রয়েছে চেওসিম বমের। বান্দরবানের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে চেওসিম।

Categories:

Tagged:

Comments are closed